-বাড়ির পাশের সেই পুরোনো তালগাছ গুলো-

প্রকৃতির সৌন্দর্যতায় এমন কিছু কথা নিজের ভেতর উপলব্ধি হয়, মাঝে মাঝে নিজেকে কবি মনে হয়।😊

ঐ দেখা যায় তাল গাছ ঐ আমাদের গা ,ঐ খানেতে বাস করে কাণা বগির ছা । কবিতায় ও গানে সব সময় আমাদেরকে টানে ছায়া ঘেরা , নীল আকাশের নীচে সাদা মেঘের ভেলায় চড়ে কাশবনের মায়াবী মৃদু মন্দ পরশে দেখা যায় প্রকৃতির এক অপরুপ সৌন্দর্য।

দাদী নানীর হাতে শরতের পাকা তালের সৌরভময় পিঠা পায়েশের স্বাদ নিতে । শরতের আগমনে গানে কবিতায় একে বরণ করে নিলেও দেখা যায় শরত বিলুপ্ত হল বলে অনেকেই আছেন আশঙ্কায় । এ প্রেক্ষিতে জোর দিয়েই বলা যায় যতদিন রবে নীল আকাশ,

তাল গাছ আর কাশবন ততদিন শরত হতেই থাকবে অবগাহন নীজ মহিমায় । তাল গাছই যেন শরতের প্রাণ ,নীল আকাশে মেঘের আনাগুনা সেসাথে বাজারে তালের সমারোহ দেখে সকলেই বুঝে যায় শরত এসে গেছে ।

মনের মধ্যে জাগানো কিছু সরলতার কথা প্রিয় মানুষের সাথে শেয়ার করতে খুবই ভালো লাগে, আর এই ধরনের কথায় যদি তারা খুশি হয় তাহলে নিজের কাছেও খুব ভালো লাগে। ✅

#bangla #blog #photo #best-times #bdc-community #hive #bangladesh

H2
H3
H4
3 columns
2 columns
1 column
2 Comments
Ecency