কদম

তবু এভাবে সময় আমার কেটে যাবে ,
তোমাকে ভেবে।

তোমায় নিয়ে স্বপ্নগুলো,
ভোর হলে যায় যে ভেঙ্গে।

আকাশ মেঘে বৃষ্টি হয়ে স্বপ্নগুলো দেয় ভিজিয়ে,
তুমিও কি আমার সাথে ভিজবে পথে হাত জড়িয়ে।

একগুচ্ছ কদম হাতে ভিজতে চাই তোমার সাথে !

download (2) (1).jpg
প্রকৃতির কি অপরুপ সৃষ্টি! যেন মনে হয় সব সৌন্দর্য গুচ্ছিত রেখেছে কদমের কাছে। রূপসী তরুর মধ্যে অন্যতম হচ্ছে কদম।কদমের গাছ অতি সাধারণ গাছগুলোর মতোই যেখানে-সেখানে দেখা যায়।একটা গাছ যখন কদমে পরিপুর্ণ হয়,তখন যেন মনে হয় আকাশ থেকে এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে সবুজ সায়রে।
neolamarckia-cadamba-known-anthocephalus-kodom-260nw-1717794355 (1).jpg

গোলাপ,রজনীগন্ধা,গাদা এসব ফুলের মতো কদম ফুল বর্তমানে ওতো জনপ্রিয় না হলেও আগে কিন্তু এই ফুলের বেশ ভালোই ব্যবহার ছিল।বিয়ে বাড়িতে হলুদ বাতির পাশে একটা করে কদম রাখা হতো।পালকি সাজাতেও কদমের ব্যপক ব্যবহার ছিল।আজকাল কিন্তু এসব লক্ষ্যই করা যায়না।মাংসল পুষ্পাধারে অজস্র সরু সরু অংশগুলোকে ফেলে দিয়ে ভেতোরের যে গোল অংশটা থাকে সেটা নিয়েই বাচ্চারা খেলে।
শুধু কদমই না,এমন অনেককিছুই আছে যেগুলো ধীরে ধীরে আমাদের সংস্কৃতি থেকে মিশে যাচ্ছে।অথচ এই জিনিসগুলোই
আমাদের সংস্কৃতিকে এতোদূর নিয়ে এসেছে , করে তুলেছে সমৃদ্ধ।আফসোস,আজ সেই জিনিসগুলোই মূল্যহীন।

H2
H3
H4
3 columns
2 columns
1 column
1 Comment
Ecency