The Weekly Turni- Issue 41

24/05/2021
১০ই জ্যৈষ্ঠ ১৪২৮

𝕿𝖍𝖊 𝖂𝖊𝖊𝖐𝖑𝖞 𝕿𝖚𝖗𝖓𝖎


𝕰𝖉𝖎𝖙𝖔𝖗𝖎𝖆𝖑


“It is better to be an educated illiterate than an uneducated literate.” My wife said that the other day before she was leaving for a business trip. I often find her words wise, and I tend to remember a phrase like this for a while, and funny thing is the golden phrases usually comes at moments of utter rush and rapid-fire talks. To give a bit to context, we were talking about the Covid-19 vaccine situation. A close friend of mine, who is well studied, considers himself as a scientist (actually is a scientist with 2 masters degrees, but not in medicine or related fields), said to me that he is not taking the vaccine by choice because he thinks not enough research is done on it!

I have a big problem with this line of argument from the get go. Still, since he is a good friend, I was giving him a chance and benefit of doubt. I asked if he can point me to any scientific research that suggests that the vaccine is potentially unsafe because it was rushed. The answer I got is, it’s his personal belief, and obviously get can’t point to any such research as that does not exist! Well, that sort of ends the conversation, isn’t it? Science is not based of beliefs, it’s based-on research and facts. Belief is important, someone can believe in god, and I respect that, and I can have an intelligent conversation on spirituality with that person. However, this is a rather simple case. There is a disease out there with global reach, and there is a vaccine out there is that is stopping the spread of the disease. If that vaccine is available to you, why wouldn’t you take it? Side effects? Lack of research? Microsoft is putting a chip inside it to track you? Bull-shit!

This is the classic problem with highly literate but utterly uneducated people. This is not a unique comment, and it has been said a variety of different way in literature and movies. In today’s world just replace the ‘newspaper’ from the Thomas Jefferson’s quote to ‘social media’ and you got it…

“The man who reads nothing at all is better educated than the man who reads nothing but newspapers.”

IMG_20210524_221617.jpg

Didn’t we just experienced, a major move in crypto based on a couple of tweets or some random news article from the internet. Fundamental analysis of financial assets tries to ‘value’ a piece of security properly, based on its balance sheets, income statement etc. Similar things can be applicable to a currency as well, be it fiat or crypto. For fiat, it would the health of the economy of the issuing government. For crypto it can be the health of the project, the technology pipeline, reach, adaption, secondary projects happening on the ecosystem, etc. But I always have a problem with fundamental analysis of anything for ‘predicting’ or even determining ‘fair-value’ of something. Please tell me ladies and gentlemen, what happened to BTC that its value was ~$60K at the beginning of this month, but $38K now, or even $30K at the low of the move. What happened to BTC fundamentally that the price is reduced by 50%? The answer to that question is simple, NOTHING!

Obviously, it can be argued, the $60K price wasn’t ‘right’ as well. If someone makes that debate, I am perfectly fine with that. If someone argues, BTC is fairly valued at $10K, I am perfectly fine with that as well. My point is market doesn’t care about either argument. Price has no brain or memory, people do. People sometimes makes the market trade in such a way that in almost feels that the price has a brain. But it is just a herd mentality. I know about lot of people who reads this column are new traders as well. So, I am talking to your directly. Please say to yourself every day, that price can not think. No matter what you read on the internet, no one can ‘predict’ price. They can talk about a probability of course, but that is about it. Also, the other thing; please don’t complain about market manipulation. Markets are meant to be manipulated, without that, there is no market. So, get used to it. There is no government, no big brother out there to save you. It is a jungle out there, and you are on your own. Good luck!


IMG_20210523_024919.jpg

-Editor



ঘড়িতে দুপুর ২ টা বেজে ১৭ মিনিট। আলো অন্ধকার মিশেল একটি কক্ষে আঁখি উৎকণ্ঠা এবং উত্তেজনায় ক্রমাগত ঘামছে। এর অন্যতম কারণ-এই এলইডি বাতির যুগে জানালাহীন কক্ষের এক কোণে প্রায় লুপ্ত হতে যাওয়া ভলুমেট্রিক সেইপ এর একটি ৬০ পাওয়ারের বাতি বাদামী আলো ছড়াচ্ছে। তার ঠিক মাথার উপর দেয়াল থেকে লম্বা রড দিয়ে ঝুলতে থাকা একটি পুরনো ফ্যান ঘরঘর শব্দে ঘুরছে। এই পাখাটি বাতাস দিচ্ছে কিনা আঁখি সেটা বুঝতে পারছে না কারণ তার সারা শরীর এবং পরিধেয় কাপড় ঘামে ভিজে যাচ্ছে।
ঘরের এই গুমোট আবহাওয়া এবং নিকোটিন মিসৃত ধোঁয়ায় তার রীতিমতো শ্বাসকষ্ট হচ্ছে। এটিই দেশের খ্যাতনামা মনোবিজ্ঞানী সোবহান সাহেবের স্টাডি রুম। তিনি বিগত ১৫ মিনিটে দুটি সিগারেট শেষ করে তৃতীয়বারের মতো সিগারেট ধরিয়ে আঁখির দিকে ভুরু কুঁচকে তাকিয়ে এই প্রথমবারের মত কথা বললেন।
—তুমিই তাহলে কানাডা থেকে আমাকে চিঠি লিখেছিলে?
—জি, আপনি তো ফোন ব্যবহার করেন না তাই লিখতে বাধ্য হয়েছি।
—চিঠিতে তুমি বিশেষ কিছু লিখনি, সাক্ষাতে কথা বলতে চেয়েছিলে, বল কি বলতে চাও?
—আমার বাবা গত মাসে ফাঁসি দিয়ে মারা গেছেন!
সুবাহান সাহেব সিগারেটে লম্বা আরেকটি টান দিয়ে আঁখির দিকে না তাকিয়েই বললেন—

—তোমারতো পুলিশ বা ডিটেকটিভ এর কাছে যাওয়ার কথা, আমার কাছে কেন এসেছ?
—বিষয়টা একটু অন্যরকম, ওরা এর সমাধান করতে পারবে না!

আঁখি সুবাহান সাহেবকে কিছু বলার সুযোগ না দিয়ে ঘটনার বর্ণনা শুরু করলো—
আমি তখন বেশ ছোট, অষ্টম শ্রেণীতে পড়ি। আমাদের যৌথ পরিবার ছিল। আমি প্রায়ই দেখতাম আম্মু আর দাদির মধ্যে মনোমালিন্য লেগেই থাকত। বিষয়টা নিয়ে বাবা মনে মনে বেশ কষ্ট পেতেন। যখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল এবং বাবা; দাদি আর মায়ের পক্ষ নির্বাচনে উভয় সংকটে, তখন তিনি তার পৈত্রিক বাড়ি ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন।

অনেক নিষেধ করা সত্ত্বেও বাবা বেশ অল্প দামে আমাদের গ্রামের বাড়ি থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে হিন্দু সম্প্রদায়ের একজনের কাছ থেকে একটি একতলা ভবন সহ বাড়ি কিনে নেন। সবাই বাবাকে নিষেধ করার কারন ছিল ওই বাড়ির ছাদে নাকি প্রায়ই একজনকে নববধূর সাজে বেহালা বাজাতে দেখা যায়।
আমার বাবা একজন নাস্তিক এবং বেশ সাহসী মানুষ ছিলেন। তাই তিনি এই সব কথায় কান না দিয়ে ওই বাড়িতে থাকার সিদ্ধান্ত নেন। কিন্তু এই প্রথম আমার মা এর সাথে বাবার মতের অমিল হলো। মা কিছুতেই ওই বাড়িতে যেতে রাজি হননি, তিনি চেয়েছিলেন আমাদেরকে নিয়ে তার নিজের বাড়িতে উঠতে। কিন্তু বাবা তাতে রাজি হলেন না। অগত্যা আমি আর মা ঢাকার কাঁঠালবাগানে আমাদের নানুবাড়িতে চলে আসি আর বাবা ওই বাড়িতেই থেকে যান।
বাবা প্রায়ই আমাকে দেখতে আসতেন। কিছুক্ষণ এলোমেলো দৃষ্টিতে আমাকে দেখে তারপর চলে যেতেন। পরবর্তীতে আমি মনোবিজ্ঞানে স্কলারশিপ নিয়ে কানাডা চলে যাই। তারপর দীর্ঘদিন বাবার সাথে কোন যোগাযোগ হয়নি; তবে মার কাছ থেকে জানতে পারি বাবা দিনের বেশিরভাগ সময়ই ওই বাড়িতে থাকতেন, কারো সাথে তেমন কোনো কথাবার্তা বলতেন না।
এখন হয়তো আপনার মনে হতে পারে আমি একজন মনোবিজ্ঞানী হয়েও কেন এইসব অলৌকিক গল্প আপনার কাছে বলছি। যেই রাতে বাবা ফাঁসি নেন সেই রাতেও ওই বাড়ির ছাদে দীর্ঘক্ষণ বেহালা বাঁজতে শোনা যায়। আর আপনাকে একটা কথা বলা হয়নি; ওই একই বাড়িতে একটি মেয়ে নববধূর সাজে ওই একই কক্ষে ফাঁসি দিয়ে মারা যায় এবং সেটা আমার জন্মেরও আগে।
আরও দুটি তথ্য আপনাকে দিয়ে রাখি। প্রথমত পোস্টমর্টেমে বাবার মৃত্যু শ্বাস রোধ জনিত কারণে হয়েছে এমন রিপোর্ট আসে। কিন্তু ঘরের দরজা খুলে তাকে ঘরের ছাদ বরাবর শূন্যে ঝুলে থাকতে দেখা যায়; কোন ফাঁসির দড়ি সেখানে পাওয়া যায়নি। ঠিক তার কিছুক্ষণ পরে মৃতদেহটি মাটিতে লুটিয়ে পড়তে দেখা যায়। দ্বিতীয়তঃ যখন তার মৃতদেহ ঝুলছিল তখন তার ডান কাঁধে বেহালা ছিল এবং তিনি সেটা বাজানোর ভঙ্গিমায় ছেলে। আমার বাবা মিউজিক খুবই অপছন্দ করতেন। সুতরাং আমার সবকিছু এলোমেলো হয়ে যায়।
তাই এ অবস্থায় আপনার দ্বারস্থ হয়েছি।

সোবহান সাহেবের টাক মাথায় বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। তিনি আর একটি সিগারেট দেশলাই দিয়ে জ্বালিয়ে আঁখিকে বলতে লাগলেন—
—তুমি বেহালাটি নিশ্চয়ই সঙ্গে করে নিয়ে এসেছো?
—জি এনেছি।
—ওটা রেখে যাও।
—তুমি ঠিক এক সপ্তাহ পরে আবার আসবে।

আঁখি ঘর থেকে প্রায় বের হয়ে যাচ্ছিলো কি মনে করে আবার পেছন ফিরে তাকালো এবং সোবহান সাহেবের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল—
আপনাকে দেখে কেন জানি মনে হচ্ছে আপনি ঘটনাটি ঠিক বিশ্বাস করতে পারেননি। আমি নিজেও একজন মনোবিজ্ঞানী আর শক্ত মনের মানুষ। গতরাত্রে আমি ওই বাড়িতে সারারাত ছিলাম এবং রাতের বেলায় বেহালা বাজানোর শব্দ আমি নিজেও শুনেছি, এটা হচ্ছে তার রেকর্ডিং। আঁখি টেবিলের উপরে পেন ড্রাইভটা রেখে দরজা দিয়ে বের হয়ে গেল। সুবাহান সাহেব সিগারেটে আরেকটি লম্বা টান দিয়ে চোখ বন্ধ করে নিজেকে নিজেই বলতে লাগলেন—

আরেকটি ব্যস্ত সপ্তাহ পার করতে হব; প্রস্তুত হও....

———চলবে


𝕱𝖔𝖗𝖌𝖔𝖙𝖙𝖊𝖓


When was the last time sun kissed pedestal of mine flourished with offerings — I can't remember. But I remember the pleas, the tears and throbbing hearts ladened with fear, anxiety and uncertainty of life.

My presence did offer them solace, comfort, self-assured promises of redemption. Did I ever promise them any of that? No. I never possessed the power.

Yet those prayers brought me to life, ignited the fire of a presence, gave me the sensations to feel, to care, to weep silently. I clung to them as much as they did to me.

And now the door lost its hinges, the walls forgot the color of their coating, the frames and bars are forever buried under layers of rusts—and my pedestal is overrun by wind grass, happy to occupy the place that was once mine—sacred.

I wait in silence. The sun still kisses my feet, but it is never enough to warm my cold stone anymore, for I have lost them and their yearning!

I am a forgotten god.

The photo was created in unreal engine with free to use assets from quixel megascans.


Source: @notacinephile



I have very few friends. I do not spend much time with them as desired. They are really true friends, they are by my side in bad times. Friendship is as infinite as the sky, about which there is no selfishness, they are as exuberant as the waves of the sea, to whom all troubles are washed away.

So, whenever I feel lonely, I go to friends and spend time with them. It helps me to heal from loneliness. It has been very hot outside for the last few days and even inside the room. So yesterday we three friends plan to go out today. And we go out at 3pm as planned. we set out in the hot sun for the destination. There neighboring upazila is famous for Matha(মাঠা)and Ghol(ঘোল). That's why we set out for that destination. We will go there and drink.

We arrived there after 1 hour journey, The most surprising thing there is that even in this limited lockdown, there are a lot of crowds. Everyone is coming here to eat that delicious matha and ghol.


𝕰𝖓𝖉 𝕹𝖔𝖙𝖊𝖘

Do not forget to join our next weekly hangout on at Friday 10 pm GMT +6

H2
H3
H4
3 columns
2 columns
1 column
7 Comments
Ecency