ড্রাইভিং পাড়ার পরেও কিছু দিন আগেই ড্রাইভিং স্কুলে ভর্তি হয়েছিলাম তার কারণ আজ আপনাদের বলবো

শুভ সকাল ও আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন?আমি ভালো আছি,এক কথায় বলেফেলি প্রথমে, সাধারণত একটি গাড়ি রাস্তায় চালাতে গেলে অনেক নিয়ম মেনে চলতে হয়।সেই সব নিয়ম কানুন জানতে হলে একটি বই বা প্রশিক্ষণ নেওয়ার জন্য একটি প্রশিক্ষণ স্থান মানে একটি ড্রাইভিং স্কুলের প্রয়োজন হয়।তাই আমি এই ড্রাইভিং স্কুলে এসেছি
আজকে আমি আপনাদের একটি গাড়ি চালাতে হলে প্রথমে থেকে শেষ পর্যন্ত কি কি মনে রাখতে হবে আমি সেই সব জিনিস বলবো।

IMG_20210508_054439.jpg

এই ছবিতে একটি গাড়ি স্টার্ট করার আগে বা স্টার্ট করা পর্যন্ত যা যা মনে রাখতে হবে সব দেওয়া আছে,এই ছবি গুলো আমি সেই ডাইভিং স্কুলে ভর্তি হয়েছি সেখান থেকে ছবিটি তুলেছি
IMG_20210508_050139.jpg

তারপর আমাদের জানতে হবে একটি গাড়ির কন্ট্রোলিং ইউনিট কয়টি ও কি কি
এই ছবিতে সেগুলো দেওয়া আছে

IMG_20210508_045459.jpg

তারপরে জানতে হবে একটি গাড়িতে মোট কয়টি মিটার থাকে এবং সেগুলোর নাম কি
সেই সব এই ছবিতে দেওয়া আছে;
IMG_20210508_045449.jpg
এবার আমরা জানবো ড্রাইভার শব্দের মানে কি
এইটা নিশ্চিত জানতে হবে
ড্রাইভার শব্দের অর্থটি এই ছবিতে দিয়ে দেওয়া হলো

IMG_20210508_050037.jpg

আমদের এই ড্রাইভিং স্কুলে দুটি গাড়ি দিয়ে শেখানো হয় সেই দুইটি গাড়ির বিষয়ে সব তখ্য নিচের ছবিতে দেওয়া হলো

IMG_20210508_050219.jpg
আজকে এই পর্যন্তই তারপর বাকি আরো অনেক বিষয় রয়েছে সেগুলো পরে কোনো এক দিন আপনাদের জানাবো।
সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।।।।
দোয়া করবেন আমার জন্য।
কমেন্টে জানাবেন কেমন লাগলো আমার পোস্টি।

H2
H3
H4
3 columns
2 columns
1 column
1 Comment
Ecency