...|| অসম্পূর্ণ অধ্যায় ||...

a9975649823a4662e860df3ecdccf59d.jpg

রিং বাজছে।

নাফি মোবাইল হাতে নিয়ে দেখে রিয়া কল দিচ্ছে। নাফি কল টা রিসিভ করা মাত্রই স্পিকারে ভেসে আসে রিয়া গলা

কি হলো কল ধরছো না কেনো?

আরে বাবা। মোবাইল বিছানায় রেখে গিয়েছিলাম তাই দেখিনি।

কোথায় গিয়েছিলে? আর করছিলেটা কি?

কোন প্রশ্নের উত্তর আগে দিবো তুমিই বলো।

আচ্ছা বাদ দাও। কাল কিন্তু তোমাদের আমাদের বাসায় আসার কথা।মনে আছে ?

হ্যা। মনে আছে তো।

তোমরা কিন্তু ঠিক সময়ে চলে এসো।

তা না হয় আসবো। তোমার ভাই ঢুকতে দিবে তো?

কেনো দিবে না। আমি মা কে বলে রেখেছি। মা ঠিকই ম্যানেজ করে নিবে।

আচ্ছা। তাহলে এখন ঘুমিয়ে পড়ো। রাত অনেক হয়েছে। কাল দেখা হবে।

ওকে। গুড নাইট।

গুড নাইট।

নাফি আর রিয়ার অনেক বছরের সম্পর্ক। নাফি আবার রিয়ার দূরসম্পর্কের আত্নীয় তাই ছোটো বেলা থেকেই তাদের চেনা জানা। তারপর পরিনয়। কিন্তু রিয়ার ভাই আকিদ নাফিকে পছন্দ করে না। রিয়া তার মা কে বুঝিয়ে সুজিয়ে নিয়েছে বাবা তো আর বাধা দেবে না। কিন্তু আকিদ কে নিয়েই চিন্তা তার।

আজ রিয়ার খুব ভালো লাগছে কিন্তু আরেক দিকে খারাপ লাগাও আছে। আজ নাফির সাথে তার বিয়ে ঠিক হয়েছে। বাসায় সবাই রাজি হয়েছে ঠিকই কিন্তু আকিদ প্রথমে মেনে নিতে রাজি হয় নি। পরে মা আর বাবার কথায় সে আর কিছু বলে নি। তবে পুরো সময় টা সে বাইরে কাটিয়ে এসেছে।

নাফি আর রিয়ার বিয়ে টা হয়ে যায়। সব কিছুই ঠিক ছিলো । সবাই খুশি তবে রিয়ার মাথায় একটা চিন্তা রয়ে গেছে। আকিদের সাথে তার খুব বেশি কথা হয় নাই। বিয়ের সব কিছুতেই আকিদ কেমন যেনো ছাড়া ছাড়া ছিলো। রিয়া সব বুজতে পারছে কিন্তু তার কিছু করার ছিলো না। নাফিকে তার পেতেই হতো।

ব্যাবসার পুরো বিষয় এখন আকিদ দেখে। তাদের প্রতিষ্ঠান রিয়ার শশুড়বাড়ির কাছে হলেও আকিদ এখানে আসে না। মাঝে মাঝে রিয়া কল দিলে কথা হয় কিন্তু আকিদ কল দেয় না। নাফি সবই বুঝে কিন্তু তার হাতে কিছুই নেই। সে অবশ্য নাফির সাথে ঠিক করার চেষ্টা করে যাচ্ছে। দু একবার আকিদের অফিসেও গিয়েছে কিন্তু তেমন লাভ হয় নি।

এভাবেই কেটে গেছে প্রায় দু বছর। আজ হঠাৎ আকিদ এর কল। রিয়া তো অবাক। সাথে কিছুটা ভয় বাসায় কারো কিছু হলো না তো। সে কল ধরে চুপ করে রইলো। ওপাশ থেকে আকিদ বললো

তুই কি একটু বের হতে পারবি?

হ্যা পারবো। কিন্তু কেনো? কিছু হয়েছে? বাবা মা কোথায়?

বাবা মা বাড়িতেই আছে। তুই রেডী হয়ে নে আমি এসে তোকে নিয়ে যাবো।

আচ্ছা।

আকিদ আসলে রিয়া বের হয়ে আসে। আকিদ একটা অটো রিকশা নিয়েই বাইরে অপেক্ষা করহিলো। অটোতে উঠে রিয়া বলে

কি হয়েছে কোথায় যাবো?

শোন, নাফি এক্সিডেন্ট করেছে। হাসপাতালে ভর্তি করেছে। আমি খবর পাওয়া মাত্র তোকে নিতে আসলাম।
তোর শাশুড়ী কে জানানো হয়েছে তারা রওনা হয়েছে।

রিয়ার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো।

নাফি ঠিক আছে তো। কিভাবে ঘটলো?

বলে কান্না করতে লাগলো। আকিদ আর রিয়া পৌছানোর পূর্বে রিয়ার শশুড় বাড়ির লোকেরা পৌছে গেছে। হাসপাতালে পৌছে তারা বুজতে পারে নাফি আর নেই। আকিদের যেনো কি হয় সেও কান্না করতে করতে বের হয়ে আসে। আকিদ মনে মনে ভাবে কি অন্যায় এতো দিন তার বোনের সাথে করেছে। আজ তার স্বামী নাই। কিন্তু সে তার জন্য কিছু করতে পারে নাই। সে শপথ করে জীবনে আর তার বোনকে কাদতে দিবে না সে।

📸

H2
H3
H4
3 columns
2 columns
1 column
3 Comments
Ecency